ফটোশপ ও গ্রাফিক্স শেখার দুটি পিডিএফ বই।শিখুন আর প্র্যাকটিস করুন।

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।আমরা যারা ওয়েবে কাজ করি তারা বেশির ভাগই মানুষ ফটোশপ ও ইলেস্ট্রেটর এ কাজ করে থাকি। কিন্তু আমরা কয়জনই বা ফটোশপ ও ইলেস্ট্রেটর এর কাজ জানি। আজ আমি আপনাদেরকে দুইটা বই দিব। এই দুইটা বই পড়ে আমরা ফটোশপ ইলেস্ট্রেটর সম্পর্কে ভালো ভাবে জানতে পারবেন। যাই হোক আজ গ্রাফিক্স ডিজাইন নিয়ে কিছু আলোচনা করব। বর্তমান সব কাজের মধ্যেই রয়েছে গ্রাফিক ডিজাইন। এটা নিয়ে কাজের চাহিদাও প্রচুর। তাই বেশিরভাগ মানুষই এটি শিখতে আগ্রহী। কিন্তু সঠিক গাইডলাইনের অভাব। সাজেশন দেবার মত কেউ নেই? তাই অনেকেই এ কাজে প্রথমে হাত দিবে একটু সমস্যাই পড়ে। তাই যারা মূলত গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন বা শিখবেন বলে ভাবছেন তাদের অর্থাৎ নতুনদের জন্যই এই টিউন আর কিছু ব্যাসিক গাইডলাইন আর অল্প কিছু টিপস। নতুনরা অনেকেই দেখি মাঝে মাঝেই কমন কিছু প্রশ্নও করে থাকে, তাই তাদের উদ্দেশ্যই কিছু কথা বলছি আজ। আশা করি, আপনাদের বেসিক অবস্থায় উপকারে আসবে বই গুলো। অ্যাডবি ফটোশফ ই-বুক ডাউনলোড করুন এখান থেকেে। অ্যাডবি ইলাস্ট্রেটর ই-বুক ডাউনলোড করুন এখান থেকে।

Comments